দেশে ইসলাম নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে : শামীম ওসমান
খবরের সময় ডেস্ক:
নারায়ণগঞ্জের আলোচিত সংসদ সদস্য শামীম ওসমান বললেন,ইসলাম নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে।এই ষড়যন্ত্র মোকাবেলায় আমাদেরকে আরো সজাগ হতে হবে। তবে কীসের ষড়যন্ত্র কিংবা কারা ষড়যন্ত্র করছে সে বিষয়ে কিছু বলেননি তিনি।শুক্রবার সিদ্ধিরগঞ্জের মজিববাগ এলাকায় বায়তুর রহমান জামে মসজিদ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন,দেশকে এগিয়ে নিতে ভালো মানুষ দরকার,সৎ মানুষ দরকার।কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে,আমাদের সমাজে এই ভালো আর সৎ মানুষের খুবই অভাব।গুটিকয়েক যারা আছেন তারা খারাপের ভিড়ে কোনঠাসা হয়ে থাকেন।এই ভালো মানুষদের সামনে নিয়ে আসতে হবে।প্রয়োজনে তাদের মাধ্যমে পঞ্চায়েত কমিটি ঠিক করে অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে হবে।এ সময় উপস্থিত ব্যক্তিবর্গের কাছে ক্ষমা চান সাংসদ শামীম ওসমান।তিনি বলেন, হয়তো অনেক অন্যায় করেছি।জীবনে ভুল-ভ্রান্তিরও অভাব নেই।আপনারা সবাই আমাকে মাফ করে দেবেন।আমাদের দেশে মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য ক্ষমা চাওয়ার রেওয়াজ আছে।আমি তা করতে চাই না। জীবিত অবস্থায় ক্ষমা চাইলাম,আশাকরি সবাই ক্ষমা করে দেবেন।